বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ফাইন ফুডস

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ফাইন ফুডস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ ফেব্রম্নয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ফাইন ফুডসের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১২৭.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১৫৯.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম ৩২ টাকা বা ২৫.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২৪.৭২ শতাংশ, এসইএমএল লেকচার ইকু্যইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৯.৭২ শতাংশ, রূপালী লাইফ ইন্সু্যরেন্সের ১৬.৪৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৫.৭৩ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ১৫ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১৪.৩৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১১.৫৪ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১০.৪১ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৯.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে