বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সাতক্ষীরায় পাইকারিতে শুকনা মরিচের দাম কমেছে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
সাতক্ষীরায় পাইকারিতে শুকনা মরিচের দাম কমেছে

সাতক্ষীরার পাইকারি মসলা বাজারে শুকনা মরিচের দাম কমেছে। এক মাসের ব্যবধানে কেজিতে ৭০-৮০ টাকা পর্যন্ত কমেছে। একইভাবে খুচরা বাজারেও দাম কমেছে মসলাটির। আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে শুকনা মরিচের। যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।

সাতক্ষীরা জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিপণন আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে।

সুলতানপুর বাজারের অন্যতম মসলা আড়ত মেসার্স শাওন এন্টারপ্রাইজে শুক্রবার শুকনা মরিচ পাইকারি বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৯০ টাকা দরে। এক মাস আগে একই আড়তে মসলাটি বিক্রি হয়েছে ৩৭০-৪৮০ টাকা কেজিতে। দাম কমার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ফজর আলী জানান, সম্প্রতি বাজারে শুকনা মরিচ আমদানি বেড়েছে ব্যাপকভাবে। ফলে পাইকারি ও খুচরা বাজারে দাম কমেছে।

এদিকে সুলতানপুর বড় বাজারের অধিকাংশ খুচরা মসলা বিক্রয় প্রতিষ্ঠানগুলোয় শুকনা মরিচ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪৫-৪৫০ টাকা দরে, যা এক মাস আগে ছিল ৪৮০-৪৯০ টাকা।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ভারতে পর্যাপ্ত সরবরাহ থাকায় সম্প্রতি শুকনা মরিচ আমদানি বেড়েছে তার প্রতিষ্ঠানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে