এনআরবি ব্যাংকের পুঁজিবাজারে লেনদেন শুরু

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা এনআরবি ব্যাংক লিমিটেডের লেনদেন শুরু হয়েছে বুধবার। দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ব্যাংক খাতের কোম্পানি হিসেবে এন' ক্যাটাগরিতে লেনদেন হবে স্থির মূল্য পদ্ধতির ভিত্তিতে আইপিও-তে আসা কোম্পানিটির শেয়ার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জের নিকুঞ্জ অফিসে এনআরবি ব্যাংকের তালিকাভুক্তি ও শেয়ার ট্রেডিং উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর এজিএম সাতিক আহমেদ শাহ, এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাকির আমিন চৌধুরী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ, ব্যাংকের পরিচালকসহ ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে রীতি অনুযায়ী, ঘণ্টা বাজিয়ে এনআরবি ব্যাংকের শেয়ার লেনদেন কার্যক্রম শুরু হয়। পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিস্টিং এগ্রিমেন্টে স্বাক্ষর করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ ও এনআরবি ব্যাংক লিমিটেডের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি