এক্সপ্রেশানস সদস্যদের নেপালে আনন্দ ভ্রমণ

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস লিমিটেড প্রতিষ্ঠানের সব সদস্যদের নিয়ে হিমালয় কন্যা নেপালে আনন্দ ভ্রমণ শেষে দেশে ফিরেছে গত ২৪ ফেব্রম্নয়ারি। চার দিনব্যাপী এই আনন্দ ভ্রমণে যোগ দিতে গত ২১ ফেব্রম্নয়ারি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন এক্সপ্রেশানসের কর্মীরা। প্রথম দিন নাগরকোটে রাত্রিযাপন করে এক্সপ্রেশানস দল। নাগরকোটে পুরো দল একসঙ্গে হিমালয়ে সূর্যোদয়, কাঠমান্ডু উপত্যকার অপরূপ মনোরম দৃশ্য ও আরও কয়েকটি হিমালয় পর্বতশ্রেণির দৃশ্য উপভোগ করে। নাগরকোট থেকে এক্সপ্রেশানস্‌ দল কাঠমান্ডু ফেরার পথে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব এতিহ্যবাহী স্থান ভক্তপুর দরবার স্কোয়ারে প্রাচীন মলস্ন রাজাদের রাজপ্রাসাদ নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলীর হিন্দু মন্দির ও বৌদ্ধ মন্দিরের অপূর্ব সমন্বয় দর্শন করে। এরপর পুনরায় কাঠমান্ডুু ফিরে দর্শন করে শহরের পশ্চিমে টিলার চূড়ায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মীয় কমপেস্নক্স স্বয়ম্ভূনাথ। দ্বিতীয় দিনের শেষ হয় ইউনেস্কো স্বীকৃত আরেক বিশ্ব এতিহ্যবাহী স্থান কাঠমান্ডুু দরবার স্কোয়ার দর্শন করার মধ্য দিয়ে। তৃতীয় দিন চন্দ্রগিরি হিলে ক্যাবল কার রাইড সবার কাছে ছিল অন্যতম আর্কষণ। ক্যাবল কার থেকে পাহাড় থেকে কাঠমান্ডুু উপত্যকা এবং অন্নপূর্ণা থেকে এভারেস্ট পর্যন্ত হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করে সবাই। এরপর থামেল শহরে নেপালের ঐতিহ্যবাহী নানা কুটির শিল্প ও হস্তশিল্প পণ্য সংগ্রহ করে রাতে সবাই অংশগ্রহণ করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। সঙ্গীত, অভিনয় ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন এক্সপ্রেশানসের কর্মীরা। চতুর্থ দিন ২৪ ফেব্রম্নয়ারি পুরো দল আবার ফেরত চলে আসে ঢাকায়। বিজ্ঞপ্তি