ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে খুলনা প্রিন্টিং
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ ফেব্রম্নয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।
বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৪৩.১০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ৩৩.৮০ টাকায়।