শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ ফেব্রম্নয়ারি) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৮৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১২.৬১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা বেড়ে অবস্থান করছে ১২.৫০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১১ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১১ থেকে ১৫ ফেব্রম্নয়ারি) ডিএসইর পিই রেশিও ছিল ১২.৭৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা বেড়ে অবস্থান করছে ১২.৬১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৬ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমেছিল।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এ হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করে বিএসইসি। সেই হিসেবে গত বৃহস্পতিবার ডিএসইর পিই দাঁড়িয়েছে ১২.৫০ পয়েন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে