বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

দেশে ডলার সংকট কমেছে, তবে দাম বেশি :সালমান এফ রহমান

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দেশে ডলার সংকট কমেছে, তবে দাম বেশি :সালমান এফ রহমান

বর্তমানে দেশে ডলারের সংকট কমলেও দাম বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার (২৩ ফেব্রম্নয়ারি) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, 'এখন কিন্তু ডলারের ওই ধরনের সংকট নেই। যেখানে কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না, এখন কিন্তু ডলার আছে। ডলারের কোনো সংকট নেই রেটটা বেশি আছে, সেটা নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি, দ্রম্নত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।'

রাজশাহীর বায়া এলাকায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইজতেমা পরিদর্শন করেন সালমান এফ রহমান। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের আমির অধ্যাপক মুহম্মাদ আসাদুলস্নাহ আল গালিবের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমান।

এ সময় আসন্ন রমজানে কোনো ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উলেস্নখ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কয়েক দিনের মধ্যে তিনি সারাদেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তাদের তিনি নির্দেশ দেবেন, কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।

রমজান সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, রমজানের আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান খুব সুন্দরভাবেই শেষ হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এ রমজানও আলস্নাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাব। কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, দোকানদাররা যদি পণ্য মজুতও করে, তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে, তাহলে তার লোকসান হবে। ওই সময় যদি সে মালটা না ছাড়ে, তাহলে রমজানের পর সেটা নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেওয়া যাবে না। তাই কোনো সমস্যা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে