ব্র্যাক ব্যাংক ও এনআরবি সিআইপির মধ্যে চুক্তি

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশে রেমিটেন্স এবং বিনিয়োগ প্রবাহ বাড়াতে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এনআরবি সিআইপি (নন-রেসিডেন্ট বাংলাদেশি, কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন্স) অ্যাসোসিয়েশন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশি ব্যক্তিদের একটি সংগঠন। এই চুক্তির ফলে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, প্রফেশনাল ও দেশে তাদের পরিবারের সদস্যবৃন্দ এখন থেকে ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ ব্যাংকিং, রেমিটেন্স এবং বিনিয়োগ সেবা পাবেন। ১৪ ফেব্রম্নয়ারি ২০২৪ সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির উপস্থিতিতে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান সিআইপি এবং ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এই চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি