শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

জাপানিজ রাবারের দাম সাত বছরের সর্বোচ্চে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জাপানিজ রাবারের দাম সাত বছরের সর্বোচ্চে

ফিউচার মার্কেটে অব্যাহতভাবে বাড়ছে জাপানিজ রাবারের দাম। সবশেষ শুক্রবার পণ্যটির দাম আরও এক দফা বেড়ে সাত বছরের সর্বোচ্চে উঠেছে। দেশটির পুঁজিবাজারে লেনদেন ও দর বৃদ্ধির প্রভাবে বিনিয়োগকারীদের মাঝে রাবারের চাহিদা বেড়েছে। পাশাপাশি জাপানের মুদ্রা ইয়েনের বিনিময় হার কমে যাওয়ার বিষয়টিও পণ্যটির মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) শুক্রবার রাবারের জুলাই সরবরাহ চুক্তির মূল্য দাঁড়ায় ২৯৬ দশমিক ১ ইয়েনে যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৩ শতাংশ বা ৭ দশমিক ৩ ইয়েন বেশি। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো পণ্যটির দাম বাড়ল।

টোকিও স্টক এক্সচেঞ্জের (টিএসই) সার্বিক সূচক নিক্কেই ২২৫ এক সপ্তাহের ব্যবধানে ৬ দশমিক ৫১ শতাংশ বেড়েছে যা ৩৪ বছরের মধ্যে সর্বোচ্চ। সূচকটির এমন উত্থান জাপানের সার্বিক অর্থনীতি ও বিনিয়োগে ইতিবাচক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

টয়োটা, হোন্ডা ও নিশানসহ জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা ও শিল্প খাতের অনেক কোম্পানিই নিক্কেই ২২৫ সূচকের তালিকাভুক্ত। এ কোম্পানিগুলোর ভালো পারফরম্যান্সের অর্থ হলো দেশের সার্বিক অর্থনীতি জোরালো প্রবৃদ্ধির ধারায় আছে। আর এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বেড়ে যায় রাবারের মতো শিল্পপণ্যের চাহিদা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে