ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সিকদার ইন্সু্যরেন্স

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ফেব্রম্নয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি সিকদার ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে সিকদার ইন্সু্যরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩০.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ৪৯.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম ১৮.৪০ টাকা বা ৫৯.৫৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে। ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডসের ২৮.২৬ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ২৮.২১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সসের ২০.৭১ শতাংশ, খান ব্রাদার্সের ১৭.৩৮ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের ১৭ শতাংশ, সাফকো স্পিনিংসের ১৫.৬৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৪.৬৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৪.২৯ শতাংশ এবং আল-হাজ্জ টেক্সটাইল মিলসের ১৪.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।