ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ফেব্রম্নয়ারি) কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সপ্তাহ জুড়ে বেস্ট হোল্ডিংসের ৬ কোটি ৮১ লাখ ১১ হাজার ৬৮০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২৯৪ কোটি ৭৪ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৪০ লাখ ২৯ হাজার ৮৪৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২৭৬ কোটি ৭১ লাখ ১৩ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৬২২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২২৬ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ১৯৬ কোটি ৭৮ লাখ ৪০০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৮৪ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ১৬৮ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ে ১৪৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ১৪২ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশেনের ১৪২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার এবং আইটি কনসালটেন্টসের ১৩৩ কোটি ১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।