টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে স্বর্ণের বৈশ্বিক দাম

গতকাল স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয়েছে ২ হাজার ৩ ডলার ৩০ সেন্টে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ১ শতাংশ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে ভোক্তামূল্য বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর রয়টার্স। বিনিয়োগকারীরা বলছেন, ভোক্তামূল্য বেড়ে যাওয়ার অর্থ হলো মূল্যস্ফীতি এখন ঊর্ধ্বমুখী। ফলে শিগগিরই মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার কমাচ্ছে না। এমন আশঙ্কায় বাড়ছে ডলারের বিনিময় হার। ফলে অন্য মুদ্রার ক্রেতাদের কমছে স্বর্ণের চাহিদা। তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয়েছে ২ হাজার ৩ ডলার ৩০ সেন্টে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ১ শতাংশ। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) প্রতি আউন্স লেনদেন হয়েছে ২ হাজার ১৫ ডলার ১৭ সেন্টে। এদিকে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় কমায় স্বর্ণের দাম কিছুটা সীমিত হারে কমেছে বলেও জানিয়েছেন বাজার পর্যবেক্ষকরা। নিম্নমুখী ভোক্তা ব্যয়ের ফলে অর্থনীতি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আগামীতে বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ বাড়াতে পারেন বলে মনে করছেন তারা। রিলায়েন্স সিকিউরিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, 'শিগগিরই স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরার সম্ভাবনা নেই।' এমনকি প্রতি আউন্সের দাম ১ হাজার ৯৬০ থেকে ১ হাজার ৯৭০ ডলারে নামতে পারে বলেও জানান তিনি।