সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
উদ্বোধন করবেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

চট্টগ্রামে তিন দিনব্যাপী ৫ম আইটি ফেয়ার শুরু আজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চট্টগ্রামে তিন দিনব্যাপী ৫ম আইটি ফেয়ার শুরু আজ

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল (এসসিআইটিপি)-এর যৌথ উদ্যোগে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩ দিনব্যাপী ৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৪ শুরু হতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ১৭ ফেব্রম্নয়ারি বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নৌ-পরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চেম্বারের সাবেক সভাপতি এম. এ. লতিফ এমপি। মেলায় ৪০টির মতো প্রতিষ্ঠান প্রায় ৬০টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সলু্যশন বেইজড প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে। মেলায় পস্নাটিনাম স্পন্সর হিসেবে থাকছে এফ-ফাইভ। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ডিডিএন এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে সফোস। টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে লিংথ থ্রি এবং সাইবার সিকিউরিটি পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে বিটলস সাইবার সিকিউরিটি লি.। এছাড়া মেলা চলাকালীন প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার আয়োজন রয়েছে। ১৭-১৯ ফেব্রম্নয়ারি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে