স্বপ্ন'তে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা!
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
জামাই মেলা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর এই সময়ে বাংলাদেশের গাজীপুর, সিলেট, জামালপুর, বগুড়াসহ অনেক অঞ্চলে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত বিয়ের উৎসবকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। এছাড়াও এই সময় বড় মাছের সরবরাহ বেড়ে যায়। মেলা থেকে বড় বড় মাছ কিনে সেই মাছ জামাইকে খাওয়ানো হয়।
বাংলার ইতিহ্যবাহী এই মেলার আদলে এবার জামাই মেলার আয়োজন করছে দেশের সবচেয়ে বড় সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন। মূলত ক্রেতা সাধারণকে জামাই মেলা উৎসবের এই আনন্দের সঙ্গে পরিচয় করে দিতেই স্বপ্ন মূলত এই মেলার আয়োজন করেছে এ বছর।
বড় সাইজের রুই, কাতল, চিতল, আইড়, কোরাল, পাঙাশ ছাড়াও বেশ কিছু বড় মাছ পাওয়া যাবে এই মেলায়। দুই সপ্তাহব্যাপী এই মেলায় বড় বড় সাইজের সব মাছের আয়োজন থাকবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ার নির্দিষ্ট ৪৮টি স্বপ্ন আউটলেটে।
'জামাই মেলা' নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বড় বড় মাছের ছবি। নদীর বড় বড় বাঘাইড়, আইড়, বোয়াল, কাতলা, পাঙাস, সামুদ্রিক টুনা, ম্যাকরেল ইত্যাদি মাছের সংগ্রহ থাকছে স্বপ্ন'তে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুরসহ স্বপ্নের মোট ৪৮টি আউটলেটে ১৬ থেকে ২৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত এই মেলা চলবে। সংবাদ বিজ্ঞপ্তি