একক করদায় না বাড়িয়ে কর নেট বাড়ানোর জন্য কাজ করছি এনবিআর চেয়ারম্যান

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চট্টগ্রাম অফিস
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের প্রাক্কালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ও অত্র অঞ্চলের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ১৫ ফেব্রম্নয়ারি সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় মিলিত হন। সভায় চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, পরিচালক এ. কে. এম. আকতার হাসেন, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোহাম্মদ আকতার পারভেজ, কক্সবাজার চেম্বারের পরিচালক আবেদ এহসান সাগর, ফেনী চেম্বারের পরিচালক বিলাস চন্দ্র সাহা, বিএসআরএমের এমডি আমীর আলী হুসেইন, টি.কে. গ্রম্নপের এডভাইজর জাফর আলম, লুব-রেফ'র এমডি মোহাম্মদ ইউসুফ, কনফিডেন্স সিমেন্টের এমডি জহির উদ্দিন আহমেদ, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহ-সভাপতি জহিরুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিট্যাবলস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা, বাংলাদেশ ফ্রোজন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্থানীয় মালিকানাধীন সিগারেট উৎপাদনকারী অ্যাসোসিয়েশনের আবদুল আউয়াল মোহন, বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. বেলাল, বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের মো. আবু তাহের, প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের চৌধুরী জাফর আলম। সভায় এনবিআরের পক্ষ থেকে ভ্যাট, ট্যাক্স ও আয়কর বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক, ফার্স্ট সেক্রেটারি (ভ্যাট পলিসি) হাসমত আলী এবং সেকেন্ড সেক্রেটারি (কর নীতি) বাপন চন্দ্র দাস। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, 'এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতির অংশ হিসেবে হাই ভ্যালুএডেড পণ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার আইসিটি, উন্নত প্রযুক্তি, পণ্য ও সেবা খাতকে প্রাধান্য দিয়ে বিশেষ প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে। বিলাসবহুল পণ্যের আমদানি নিরুৎসাহিত করতে এবং দেশে ঐসব পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য বড় বড় ভারী শিল্পগুলোকে সহায়তা দিচ্ছে সরকার।' তিনি বলেন, ট্যাক্স টু জিডিপির রেশিও বাড়ানোর লক্ষ্যে এনবিআরের সময়োপযোগী পদক্ষেপের ফলে ২০২৪ সালে আয়কর রিটার্ন দাখিল হয়েছে প্রায় ৩৭ লাখ যা ২০২০ সালে ছিল ২১ লাখ এবং ২০২৪ ভ্যাট রিটার্ন হয়েছে ৫ লাখ যা ২০২০ সালে ছিল মাত্র ২ লাখ। করদায় যাতে একই ব্যক্তির ওপর না বর্তায় এবং কর নেট বাড়ানোর জন্য ধীরে ধীরে কাজ করছে এনবিআর যার প্রতিফলন গত ৪ বছরের পরিসংখ্যানে উঠে এসেছে।' বক্তব্যে চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন- ট্যাক্স টু জিডিপির রেশিও বাড়ানো প্রয়োজন, তবে দ্রম্নত বাড়াতে গিয়ে রাজস্ব নীতি কঠোরভাবে প্রয়োগ করার আগে বর্তমান সংকটময় অর্থনীতির প্রেক্ষাপটে বেসরকারি খাতের ব্যবসায়ীরা এর চাপ নিতে সক্ষম এবং প্রস্তুত কিনা তা বিবেচনা করে নির্দিষ্ট কর প্রদানকারীর ওপর করের বোঝা না বাড়িয়ে বরং করদাতার সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় তার জন্য একটি যথাযথ পরিকল্পনা করার আহ্বান জানান। আয়কর আইন ২০২৩ প্রণয়নকে যুগান্তকারী উলেস্নখ করে চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সরকারি নীতি প্রণয়ন ও উন্নয়নমূলক এবং জনস্বার্থে নিবেদিত চেম্বার/বাণিজ্য সংগঠন, দেশীয় ট্রাস্ট বা ফাউন্ডেশন প্রতিষ্ঠানগুলোকে কর অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। এছাড়া রপ্তানি নিরবচ্ছিন্ন করতে বন্দরে কাস্টমস'র এক্সপোর্ট স্ক্যানিং মেশিন সংযোজন এবং অফডকগুলোতেও স্ক্যানিং মেশিন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলমসহ অন্যান্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কমিশনার, চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), আবু সুফিয়ান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন, ওমর মুক্তাদির, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কনজরী চৌধুরী, চেম্বারের প্রাক্তন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, ফল ব্যবসায়ী সমিতি, বিপিজিএমইএ, রিহ্যাবসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।