সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

মোংলা বন্দরের জলযানে যুক্ত হলো দুটি শক্তিশালী টাগ বোর্ড

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মোংলা বন্দরের জলযানে যুক্ত হলো দুটি শক্তিশালী টাগ বোর্ড

মোংলা বন্দরের জলযানে যুক্ত হলো বন্দরের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ৭০ বোলার্ড পুলের টাগ বোট এমটি নীল কমল ও এমটি জয়মনি। টাগ বোট দুটি চিও লি শিপইয়ার্ড, হংকং কর্তৃক নির্মাণ করা হয়। হংকং এর চিও লি শিপইয়ার্ড থেকে ৩০ জানুয়ারি, ছেড়ে এসে ১৪ ফেব্রম্নয়ারি, মোংলা বন্দরের ৮নং জেটিতে এসে পৌঁছে। এর পূর্বে মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ড এর টাগ বোট। ৭০ বোলার্ড এর টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজসমূহকে দ্রম্নত ও নিখুঁতভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে - এতে করে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরে নব দিগন্তের সূচনা হলো। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে