জীবন বীমার ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সম্মেলন
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
গত ৯ ফেব্রম্নয়ারি স্টার হোটেল, এলিফ্যান্ট রোড, ঢাকায় জীবন বীমা কর্পোরেশনের বার্ষিক ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম (সাবেক সিনিয়র সচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুলস্নাহ্ খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেপুটি ম্যানেজার-উন্নয়ন সৈয়দা সালমা সুলতানা। অনুষ্ঠানে কর্পোরেশনের সকল রিজিওনাল, কর্পোরেট ও সেলস অফিসের ইনচার্জগণ অংশগ্রহণ করেন। এ ছাড়া প্রধান কার্যালয় ও ঢাকা রিজিওনাল অফিসের জেনারেল ম্যানেজার হতে জুনিয়র অফিসার পদবির সকল কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয়ের উন্নয়ন ডিভিশনের ম্যানেজার ফজলুল ফারুক-২০২৩ সালের অর্জিত ব্যবসার পর্যালোচনা সম্মেলনে তুলে ধরেন। অফিস ভিত্তিক ব্যবসার পরিসংখ্যান ও করণীয় নিয়ে বক্তারা আলোকপাত করেন। ২০২৩ সালে সর্বমোট ব্যবসার পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা যা গত বারের তুলনায় প্রায় ৮% বেশি বলে তিনি উলেস্নখ করেন। সম্মেলনে প্রধান অতিথি কর্পোরেশনের জনবল ও গ্রাহককে দেওয়া প্রতিশ্রতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পূরণ করে ২০২৪ সালে ব্যবসা দুই হাজার কোটি টাকা উন্নীত করার উপর জোর দেন। বিজ্ঞপ্তি