ইবিএলের সঙ্গে বিকাশের চুক্তি

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ সম্প্রতি বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে ইবিএল তাদের ইন্টারনেট ব্যাংকিং পস্ন্যাটফর্ম ইবিএল কানেক্টের মাধ্যমে হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটিসহ বিকাশকে অনলাইন পেমেন্ট সমাধান প্রদান করবে। ফলে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই বিকাশের অনলাইন লেনদেন আরও কার্যকরী ও ঝামেলামুক্ত হবে। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সম্পাদন করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা মইনুদ্দিন রাঘির; ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাহিন; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট বিভাগ প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী; ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মো. জাবেদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি