ইউরোপে পাইপলাইনে রুশ গ্যাস সরবরাহ বেড়েছে ৪১ শতাংশ

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
জানুয়ারিতে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ আগের মাসের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ২৫২ কোটি ঘনফুটে। রুশ জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের তথ্য বিশ্লেষণে এমনটা জানা গেছে। খবর আরটি। গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুসারে, পাইপলাইনের মাধ্যমে মোট সরবরাহকৃত গ্যাসের মধ্যে ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপ ও মলদোভায় পাঠানো হয়েছে ১২৯ কোটি ঘনফুট। এক বছরের ব্যবধানে এ পাইপলাইন দিয়ে সরবরাহ বেড়েছে ৩২ শতাংশ। বাকি গ্যাস সরবরাহ করা হয়েছে তুর্কস্ট্রিম পাইপলাইন ব্যবহার করে।