সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

ইউরোপে পাইপলাইনে রুশ গ্যাস সরবরাহ বেড়েছে ৪১ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইউরোপে পাইপলাইনে রুশ গ্যাস সরবরাহ বেড়েছে ৪১ শতাংশ

জানুয়ারিতে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ আগের মাসের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ২৫২ কোটি ঘনফুটে। রুশ জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের তথ্য বিশ্লেষণে এমনটা জানা গেছে। খবর আরটি।

গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুসারে, পাইপলাইনের মাধ্যমে মোট সরবরাহকৃত গ্যাসের মধ্যে ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপ ও মলদোভায় পাঠানো হয়েছে ১২৯ কোটি ঘনফুট। এক বছরের ব্যবধানে এ পাইপলাইন দিয়ে সরবরাহ বেড়েছে ৩২ শতাংশ। বাকি গ্যাস সরবরাহ করা হয়েছে তুর্কস্ট্রিম পাইপলাইন ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে