রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্ণীপুরে ব্র্যাক ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
লক্ষ্ণীপুরে ব্র্যাক ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ক্রমবর্ধমান শিল্প খাতে অর্থায়ন বাড়াতে লক্ষ্ণীপুরে একটি সিএমএসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ইন্ডাস্ট্রি-ব্যাংক সহযোগিতা বৃদ্ধি, আরও বেশি ক্লাস্টার চিহ্নিতকরণ এবং অর্থায়নের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে এই জেলার সব ব্যাংক এই ইন্টারেক্টিভ ইভেন্টে অংশ নেয়। ৮ ফেব্রম্নয়ারি লক্ষ্ণীপুর সদরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজাররা।

কর্মশালায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং কৃষি সম্প্রসারণ অফিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে