কাতার থেকে ২০ বছর এলএনজি কিনবে ভারত
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
স্বল্পমূল্যে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে ভারত আগে যে চুক্তি করেছিল, সম্প্রতি তা নবায়ন করেছে দেশটি। আগামী ২০ বছরের জন্য এই চুক্তি নবায়ন করা হয়েছে। অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ধরে হিসাব করে দেখা গেছে, এই চুক্তির আওতায় যে গ্যাস আমদানি হবে, এতে ভারতের প্রায় ৬০০ কোটি ডলার সাশ্রয় হবে।
চলমান ইন্ডিয়া এনার্জি উইকের মধ্যে ভারতের বৃহত্তম গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজি ও কাতার এনার্জি এই চুক্তি নবায়নপত্রে সই করেছে। প্রাথমিকভাবে এই চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালে। চুক্তির মেয়াদে ভারত কাতার থেকে আনুমানিক ৭৫ লাখ টন এলএনজি আমদানি করবে। এতে ব্যয় হবে প্রায় ৭ হাজার ৮০০ কোটি ডলার।
ভারত তার চাহিদার প্রায় ৪০ শতাংশ গ্যাস আমদানি করে। তারা যত গ্যাস আমদানি করে, এর ৩৫ শতাংশই করে কাতার এনার্জির কাছ থেকে। ২০০৩-০৪ সাল থেকে কাতার এনার্জি ভারতের কাছে এলএনজি বিক্রি করছে।