রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

আবার ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আবার ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার

আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহের সর্বনিম্নে নামার পর ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। মঙ্গলবার স্পট ও বাজারে সব ধরনের সরবরাহ চুক্তিতে মূল্যবান ধাতুটির দাম কিছুটা বেড়েছে। অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার কমে যাওয়া এবং বিল, নোট ও বন্ডের মতো ট্রেজারি সিকিউরিটিজগুলোর সুদহার কমার প্রভাবে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর রয়টার্স।

মধ্যপ্রাচ্য সংঘাতের তীব্রতা অতি শিগগিরই কমে আসার কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। ভূ-রাজনৈতিক এমন অনিশ্চয়তার কারণে সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে বলে মনে করছেন তারা।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ২৭ ডলার ৮৫ সেন্টে। সোমবার ধাতুটির দাম দুই সপ্তাহের সর্বনিম্নে নেমে গিয়েছিল। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ধাতুটির বাজারদর দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৪৪ ডলারে স্থির হয়েছে।

বাজার পর্যবেক্ষকরা জানান, সোমবার স্বর্ণের দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্নে নামার সুযোগ নেন ক্রেতারা। বাড়িয়ে দেন কেনার পরিমাণ। বাড়তি এ ক্রয় প্রবণতাও দাম বাড়ার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রেখেছে।

তথ্য বলছে, ডলারের মূল্যসূচক গতকাল দশমিক ১ শতাংশ কমেছে। অন্যদিকে ১০ বছর মেয়াদি টেজারির সুদহারও কমে ৪ দশমিক ১২ শতাংশে নেমেছে। ফলে অন্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে লেনদেন হওয়া স্বর্ণের চাহিদা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে