শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মার্চের মধ্যেই ১৫০টি বিনিয়োগ সেবা যুক্ত হবে বিডার ওএসএস পস্ন্যাটফর্মে

যাযাদি রিপোর্ট
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মার্চের মধ্যেই ১৫০টি বিনিয়োগ সেবা যুক্ত হবে বিডার ওএসএস পস্ন্যাটফর্মে

আগামী মার্চের মধ্যেই ১৫০টি বিনিয়োগ সেবা যুক্ত হবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার 'অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পস্ন্যাটফর্মে। বুধবার বিডার কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। ওএসএস পস্ন্যাটফর্মকে বিনিয়োগকারীদের জন্য একটি সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসেবে বহুল ব্যবহার ও বিনিয়োগবান্ধব করে গড়ে তোলার কার্যক্রম-সংক্রান্ত অগ্রগতি সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।

সভাপতির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা, বর্তমানে বিডা ওএসএস পস্ন্যাটফর্মের মাধ্যমে বিডা বিনিয়োগকারীদের ১১২টি বিনিয়োগ সেবা প্রদান করছে। এর মধ্যে বিডাসহ ২৯ দপ্তরের ৯৭টি সেবা (সবগুলো সেবা) এবং ৮টি দপ্তরের ১৫টি সেবা (আংশিক সেবা) রয়েছে।

এ সময় তিনি ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে সেবা প্রদানকারী দপ্তরসমূহকে ৮ দপ্তরের অবশিষ্ট ২০ সেবা এবং অন্য ১২টি দপ্তরের ৩১টি বিনিয়োগ সেবা বিডা ওএসএস পস্ন্যাটফর্মের সঙ্গে যুক্ত করার নির্দেশ প্রদান করেন।

সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, আমাদের কাছাকাছি দেশগুলো যেমন- ভিয়েতনাম ৩৫ দিনে, ইন্দোনেশিয়া ৪৮ দিনে, ভারত ৬০ দিনে বিনিয়োগকারীদের সব সেবা প্রদান করে থাকে। তাই শুধু বিডা ওএসএস-এর সঙ্গে সেবাসমূহ যুক্ত করাই শেষ কাজ নয়, বিনিয়োগকারীদের সেবা প্রদান করতে হবে দ্রম্নততম সময়ের মধ্য। প্রয়োজনে সেবা প্রদানের ক্ষেত্রে প্রশাসনিক ধাপ হ্রাস করে প্রতিটি দপ্তর এবং সংস্থাকে সর্বনিম্ন সময়ের মধ্যে সেবা প্রদান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে