মেট্রোরেলের ১৬টি স্টেশনে স্থাপিত হচ্ছে ইবিএল এটিএম

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এর ১৬টি মেট্রোরেল স্টেশনে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) স্থাপন করতে যাচ্ছে। এই এটিএমগুলো থেকে মেট্রোরেল গ্রাহকসহ অন্যরা ২৪ঢ৭ সেবা পাবেন। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকের উপস্থিতিতে ৬ ফেব্রম্নয়ারি রাজধানীর দিয়াবাড়িতে ডিএমটিসিএল কার্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ডিএমটিসিএল কোম্পানি সেক্রেটারি (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ আব্দুর রউফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল কমু্যনিকেশন্স ও এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহ্‌সান উলস্নাহ্‌ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মো. মেহ্‌দী হাসান এবং হেড অফ এডিসি মীর রেহান ইমিতিয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি