রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

গার্মেন্টসে স্বয়ংক্রিয় যন্ত্রের চাহিদা বাড়ছে

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) চলছে প্রদর্শনী। পোশাক খাতে প্রযুক্তি খাতের, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি দেখানো হচ্ছে এখানে
অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গার্মেন্টসে স্বয়ংক্রিয় যন্ত্রের চাহিদা বাড়ছে

পোশাকশিল্পে স্বয়ংক্রিয় মেশিনের ক্রমবর্ধমান চাহিদার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকায় চলমান আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) চলছে এই প্রদর্শনী। পোশাক খাতে প্রযুক্তি খাতের, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি দেখানো হচ্ছে এখানে।

শনিবার প্রদর্শনীতে দেখা গেল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত মেশিন দিয়ে তৈরি হচ্ছে সুতা। সেই সুতা দিয়ে বস্ত্র বুননের কাজটাও করছে এই মেশিন।

তৈরি পোশাক কারখানায় এখন এমন মেশিনের চাহিদা বাড়ছে বলে জানান প্রদর্শনীতে অংশ নেয়া উদ্যেক্তারা। বস্ত্র ও পোশাক খাতের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রসর প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনারিজ ব্যবহারে কারখানার উৎপাদনশীলতা বেড়েছে।

রপ্তানিমুখী প্রতিষ্ঠান এসবি নিটিংয়ের ম্যানেজার ম্যানেজর জাকির আনসারি বলেন, 'আমি চীনা প্রতিষ্ঠান ডপসিং-এর স্ক্রিন প্রিন্টিং মেশিন অর্ডার দিয়েছি। এটা প্রায় ১০২ ফুট লম্বা ২৪ হেড-এর মেশিন। উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাকে জানিয়েছে এ মেশিনে এক ঘণ্টায় ৭০০ পিস টি-শার্ট প্রিন্ট করা যাবে। এখন যেখানে ৮০ জন শ্রমিক লাগছে, তখন শ্রমিক প্রয়োজন হবে ১০ জন।'

বস্ত্র ও পোশাক খাতের উদ্যেক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং এ খাতে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ টানতে চলছে চার দিনব্যাপী ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন। ৩২টি দেশের ১ হাজারেরও বেশি মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে এ প্রদর্শনীতে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ২০০৪ সাল থেকে চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, তাইওয়ান এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কো, লিমিটেড, হংকংয়ের সহযোগিতায় প্রদর্শনীটির আয়োজন করে আসছে।

এ মেলায় বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা, কাপড়, রং, কাঁচামাল ও রাসায়নিকের ব্যবহারে বিভিন্ন মেশিন প্রদর্শন করার সুযোগ পায় প্রস্তুতকারকরা।

শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, স্টলের কর্মীরা দর্শনার্থীদের পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। মেশিনারি সরবরাহকারী ও আমদানিকারকরা উদ্যোক্তাদের হাতে-কলমে মেশিন ব্যবহার দেখাচ্ছেন। টেক্স কর্প (বিডি) লি. বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান থেকে মেশিনারি ও সরঞ্জামাদি আমদানি করে ক্রেতার চাহিদামতো সরবরাহ করে। প্রতিষ্ঠানটির পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) লাবীব মাহদী হোসেন বলেন, 'গার্মেন্ট মালিকরা এখন আধুনিক মেশিন ব্যবহারের দিকে ঝুঁকছেন। এর ফলে একদিকে যেমন পণ্যর মান ভালো হচ্ছে, সেইসঙ্গে শ্রমিকও কম লাগছে।'

\হটেক্স কর্প সুতা থেকে কাপড় তৈরি, ফিনিশিং, কাপড় কাটিং, সেলাই, কাপড় ইস্ত্রি করার মেশিনসহ নানা ধরনের মেশিন বিক্রি করে। একই সঙ্গে গার্মেন্টস সেলাইয়ের জন্য ডাই হাউস অটোমেশন সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিও সরবরাহ করে থাকে কোম্পানিটি।

ছোট আকারের একটি মেশিন দেখা গেল মেলায়। চক্রাকারে একটার পর একটা টি-শার্ট প্রিন্ট হয়ে যাচ্ছে ওই মেশিনে। এ কাজে মানুষের পরিশ্রম লাগছে একেবারেই কম।

ডাইসিন গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুর রহমান বলেন, 'এখন ডিজিটাল প্রিন্টিংয়ে খুব দ্রম্নত মুভ করছে। একইসঙ্গে উচ্চমানের প্রিন্টিং হচ্ছে। থ্রিপিস, শাড়ি, হোম টেক্সটাইল, পর্দা, গেঞ্জি কাপড়- সব প্রিন্টিং করা যাচ্ছে। যারা রপ্তানি করে তারাও নিচ্ছে, একইসঙ্গে দেশীয় মার্কেটের জন্য পণ্য তৈরিতেও ব্যবহার হচ্ছে।'

প্রদর্শনিতে 'ইমপ্যাক্ট অ্যানালাইসিস অভ টেক্সটাইল অ্যাপারেল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ' শীর্ষক আলোচনায় একাডেমিক বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী গবেষণার ওপর জোর দেন।

আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান বলেন, 'ব্যবসায়ীরা খাত অনুযায়ী চাহিদা দিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে