জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কাশিয়ানী বাজারে আধুনিক স্মার্ট ব্যাংকিংয়ের সব ধরনের সুবিধা নিয়ে জনতা ব্যাংক পিএলসির কাশিয়ানী শাখা চালু করা হয়েছে। ২৮ ডিসেম্বর রোববার সকালে ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার ব্যাংকের ৯২৭তম নতুন শাখাটির উদ্বোধন করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। আর এই সেতু চালুর ফলে দেশের দক্ষিণাঞ্চল বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কাশিয়ানীর ব্যবসায়িক অগ্রগতির প্রসার ও উন্নয়নে নতুন শাখাটি চালু করা হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি হুন্ডির মাধ্যমে রেমিট্যান্সের অর্থ না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ, প্রধান কার্যালয়ের জিএম প্রতিভা রানী সরকার ও ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম মোহাম্মদ আলী বক্তব্য রাখেন। ফরিদপুর এরিয়া অফিসের এজিএম-ইনচার্জ সৈয়দ আবু জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি