শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে জিএসপি ফাইন্যান্স

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে জিএসপি ফাইন্যান্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সব চেয়ে বেশি কমেছে।

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জিএসপি ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩০.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১২.৩০ টাকা বা ৪০.৫৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সের ৪০.৫৯ শতাংশ, বে লিজিংয়ের ৩৯.৩৩ শতাংশ, এমএল ডাইংয়ের ৩৮.৭১ শতাংশ, মতিং স্পিনিংয়ের ৩৮.৪০ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৩৮.০২.১৩ শতাংশ, রিং সাইনের ৩৭.৭৬ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ে ৩৫.৪৩ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৩৪.৩০ শতাংশ ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩৪.১৭ শতাংশ শেয়ারের দাম কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে