শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানি বেড়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানি বেড়েছে

সমাপ্ত ২০২৩ সালের নভেম্বরে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি লক্ষ্যণীয় মাত্রায় বেড়েছে। তবে এ সময় উত্তোলন ছিল নিম্নমুখী। জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক। গত নভেম্বরে দেশটি দৈনিক ৬৩ লাখ ৪০ হাজার ব্যারেল রপ্তানি করেছে, অক্টোবরে যা ছিল দৈনিক ৬৩ লাখ ব্যারেল। অর্থাৎ এক মাসের ব্যবধানে রপ্তানি দৈনিক ৩৯ লাখ ব্যারেল করে বেড়েছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

জেওডিআই আরও জানায়, নভেম্বরে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দৈনিক ১ লাখ ২২ হাজার ব্যারেল করে কমে দৈনিক ৮৮ লাখ ২০ হাজার ব্যারেলে নেমেছে, যা ২০২৩ সালের প্রথম ১০ মাসের তুলনায় সর্বনিম্ন। ওপেক পস্নাসের সঙ্গে করা চুক্তির শর্তানুযায়ী, প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণে জ্বালানি তেল উত্তোলন কমাচ্ছে সৌদি আরব। উদ্দেশ্য বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখা। পাশাপাশি দেশটি এককভাবে দৈনিক ১০ লাখ ব্যারেল করেও উত্তোলন কমাচ্ছে।

চলতি বছরের শুরুর দিকেও অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন প্রায় একই পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ দেশটি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত এককভাবে দৈনিক ১০ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর সিদ্ধান্ত বহাল রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে