দেশের স্বাস্থ্যসেবা খাতে টেকসই ও পরিবেশ বান্ধব চর্চার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার লক্ষ্যে আইসিডিডিআরবি'র সঙ্গে ২৪ জানুয়ারি ঢাকাস্থ নিজস্ব প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
সহযোগিতার প্রাথমিক ধাপে আইসিডিডিআরবি'কে অনুদান হিসেবে ৩২ লাখ টাকা ইবিএল-এর পক্ষ থেকে প্রদান করা হয়, যা একটি স্টেট-অফ-দা-আর্ট কঠিন বর্জ্য ট্রিটমেন্ট স্থাপনা তৈরিতে ব্যয় করা হবে। স্থাপনাটিতে আধুনিক বর্জ্য স্টেরিলাইজার ও শ্রেডার থাকার ফলে জৈব বিপজ্জনক পলিমারেকে সম্পূর্ণ দূষণমুক্ত ও ধ্বংস করা সম্ভব হবে। এই প্রক্রিয়ায় পলিমার পণ্যগুলো রিসাইকেল করার পথ উন্মুক্ত হবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে। বিজ্ঞপ্তি