বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান পোশাক শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা প্রদানের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ভ্যালু-এডেড, উচ্চ মানের পোশাক সামগ্রীর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই স্থানান্তরের ফলে দেশের পোশাক শিল্পে দক্ষ শ্রমিক ও প্রফেশনালদের চাহিদা বেড়েছে। তিনি আরও বলেন যে, অধিকন্তু শিল্প সক্রিয়ভাবে প্রযুক্তিগত অগ্রগতি গ্রহণ করছে, যার জন্য শিল্পে উন্নত প্রযুক্তি এবং যন্ত্রপাতি পরিচালনা করতে সক্ষম, এ রকম একটি দক্ষ কর্মী বাহিনীর প্রয়োজন রয়েছে।
২১ জানুয়ারি ২০২৪ চট্টগ্রামে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ফারুক হাসান এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ফারুক হাসান আরও বলেন, 'ফ্যাশন শিল্প তার সব কর্মকান্ডে- উপকরণ থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া পর্যন্ত সব পর্যায় জুড়ে সাসটেইনেবিলিটি অন্তর্ভুক্ত করেছে।'
ফারুক হাসান বলেন, চতুর্থ শিল্প বিপস্নবের ফলে পোশাক শিল্পে নিত্যনতুন প্রযুক্তি আসছে এবং শিল্প প্রযুক্তিনির্ভর হচ্ছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যাতে করে শিল্পের সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে পারে, সেজন্য সিবিইউএফটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম; সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী; সিবিইউএফটির ভিসি প্রফেসর মোহাম্মদ ওবায়দুল করিম এবং বিজিএমইএ'র পরিচালক আবদুলস্নাহ হিল রাকিব ও পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী এবং সিবিইউএফটি'র বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আবু তৈয়ব।
উলেস্নখ্য, বিশেষ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, পোশাক এবং ফ্যাশন প্রযুক্তি এবং ডিজাইনে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির জন্য সিবিইউএফটি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে। বিজ্ঞপ্তি