পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৪ জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এসব সংসদ সদস্যরা এরমধ্যে শপথগ্রহণ করেছেন। তাদের অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন- বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার এ কে আজাদ। এবার এআরসি সিকিউরিটিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান, মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম, ট্রেজারার সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আরও নির্বাচিত হয়েছেন, ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মোলস্না, মন্ডল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এএফএম বাহাউদ্দিন নাসিম এবং আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক এসএকে একরামুজ্জামান।
এছাড়া আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকু্যইটিজ লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইন্সু্যরেন্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এইচ এম ইব্রাহিম এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেড পরিচালক সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
পুঁজিবাজার সংশ্লিষ্ট এ ১৪ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ডিএসইর শেয়ারহোল্ডার, স্ট্রেক হোল্ডারসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্বনামধন্য ব্যক্তিরা রয়েছেন। উপদেষ্টা, মন্ত্রী, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং পুঁজিবাজার বিষয়ক শিক্ষা কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ তাদের রয়েছে বহুমুখী ব্যবসায়িক অভিজ্ঞতা। তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন।