কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির দাম। এর মধ্যে গেল নির্বাচন ও কয়েক দিনের ছুটি। এরপর যখন বাজারে বেচাকেনা স্বাভাবিক হচ্ছে, সে সময় আবারও একদফা বেড়েছে সবজির দাম।
মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেছে, এখন সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কাঁচা পেঁপে ও মুলা ছাড়া ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি বাজারে নেই। ভরা মৌসুমে শিম প্রতিকেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকার নিচে মিলছে না। এক পিস লাউয়ের দাম ঠেকেছে ১০০ টাকায়।
ব্যবসায়ীদের দাবি, স্থানীয়ভাবে শাকসবজির উৎপাদন কম। এর মধ্যে কয়েকদিন ভোটের কারণে সবজির সরবরাহ কমেছে। পাশাপাশি গত মাসে প্রচুর বৃষ্টিপাতের কারণে খেতে নষ্ট হয়েছে শাকসবজি। সে সময় দাম বেড়ে গেছে, যা এখনো স্বাভাবিক হচ্ছে না।
ব্যবসায়ীরা এসব অজুহাত দেখালেও বাজারে শীতের সবজির সরবরাহ বেশি। সে হিসেবে এখন দাম কমার কথা। কিন্তু বাস্তবে চিত্র সম্পূর্ণ বিপরীত। একদম ভরা মৌসুমে এত বেশি দাম, এর আগে কখনো দেখা যায়নি।
এ অবস্থায় সবজির দামে অস্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মধ্যে। রামপুরা বাজারে একজন ক্রেতা ইসমাইল হোসেন বলেন, তরকারি কেনার মতো অবস্থা নেই। সব জিনিসের দাম বেড়েই চলেছে। দেখার কেউ নেই। সংকটের কথা বলা হলেও দেখুন বাজারে কী নেই। আসলে সবকিছু ব্যবসায়ীদের মনমতো চলছে।
এদিকে দীর্ঘদিনের চড়া আলুর দাম নির্বাচনের আগে কিছুটা কমে ৬০ টাকায়ও পাওয়া যেত। কিন্তু এখন ৭০ টাকার নিচে কোনো আলু নেই। আর লাল (পাকরি) আলু বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়।
আর এদিকে পেঁয়াজের দাম চড়া হয়ে আটকে রয়েছে। পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়।