শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এমটিবি ও প্রগতি লাইফ ইন্সু্যরেন্সের মধ্যে চুক্তি

  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
এমটিবি ও প্রগতি লাইফ ইন্সু্যরেন্সের মধ্যে চুক্তি

জনগণকে সমন্বিত আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং প্রগতি লাইফ ইন্সু্যরেন্স লিমিটেড একটি ঐতিহাসিক ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এখানে উলেস্নখ করা দরকার যে ব্যাংকাসুরেন্স হলো ব্যাংক এবং বীমা কোম্পানির মধ্যে একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংক তার বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর হেড অফিসে গত জানুয়ারি ০৪, ২০২৪ তারিখে স্বাক্ষরিত এই চুক্তিটি বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে। এমটিবি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রগতি লাইফ ইন্সু্যরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এম জালালুল আজিম, ব্যাংকের কর্পোরেট হেড অফিস, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা ১২১২-এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি থেকে চৌধুরী আখতার আসিফ, এএমডি ও জিসিআরও, মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মো. শাফকাত হোসেন, ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং, মো. বখতিয়ার হোসেন, ডিএমডি ও সিওও এবং মো. শামসুল ইসলাম, ডিএমডি ও হেড অব ট্রেজারি এবং প্রগতি লাইফ ইন্সু্যরেন্স লিমিটেড থেকে মো. রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, কাজী এম মুর্শেদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও মো. জাহারুল? ইসলাম, এসভিপি ও হেড,? ব্যাংকাসুরেন্সসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে