আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পালন করছে দেশের অন্যতম প্রধান শরীয়াহ্‌ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। এ কার্যক্রমের আওতায় ৮ জানুয়ারি সোমবার পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয় 'আল-আরাফাহ্‌ টাওয়ার' প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সর্বসাধারণের মাঝে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে সর্বমোট ২ লাখ ২৫ হাজার কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। এ কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে কম্বল প্রদান ছাড়া দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও দুস্থ মানুষের কাছে এ কম্বল বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি