এমটিবি অঙ্গনার প্রথম আর্থিক সাক্ষরতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচিতে মুন্সীগঞ্জ অঞ্চলের কৃষক, নিম্ন আয়ের প্রান্তিক মানুষ, ছাত্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাসহ বিভিন্ন পটভূমির ২৫০ জন লোক অংশগ্রহণ করেছেন। এই ইভেন্টের লক্ষ্য ছিল ব্যাপক আর্থিক সাক্ষরতার মৌলিক প্রয়োজনীয়তা এবং নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তির অ্যাক্সেসের জন্য অব্যবহৃত ব্যবসার সুযোগ, আমানত সংগ্রহ এবং ঋণ প্রদানের বিকল্পগুলোর একটি দ্বার উন্মোচন করা। কর্মসূচিটি মাইক্রোসেভ কনসাল্টিং লিমিটেড এবং এমটিবি শ্রীনগর শাখার দ্বারা পরিচালিত হয়। এতে সেশন, ওয়ার্কশপ, আলোচনা এবং ডিজিটাল পস্ন্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, হেড অব এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার ও হেড অব উইমেন ব্যাংকিং রশীদ রেজোয়ানা এবং মাইক্রোসেভ কনসাল্টিং লিমিটেডের ওয়াহিদ উদ্দিন রবিন। বিজ্ঞপ্তি