শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও টিএমএসএসের পেঁয়াজ বীজ বিতরণ

  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও টিএমএসএসের পেঁয়াজ বীজ বিতরণ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) অংশীদারিত্বে বগুড়া, পাবনা ও ফরিদপুর জেলার ২ হাজার চাষির মাঝে উচ্চমানের পেঁয়াজ-বীজ বিতরণ করা হবে। এর মাধ্যমে ব্যাংক শস্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করছে, যা কৃষির সামগ্রিক ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এই উদ্যোগটি পেঁয়াজের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও অবদান রাখবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ কোটি টাকা অর্থায়ন করবে।

বর্তমানে বীজের উচ্চমূল্যের কারণে উক্ত তিন জেলার চাষিরা পেঁয়াজ চাষে হিমশিম খাচ্ছে এবং এই উদ্যোগটি এই সমস্যার সমাধানে সাহায্য করবে। এছাড়া ফসল উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনার প্রক্রিয়া উন্নত করার ক্ষেত্রেও চাষিদের সাহায্য করবে ব্যাংক। উন্নত ফলন, শস্যের গুণমান এবং ফসল উৎপাদন পরবর্তী প্রক্রিয়াগুলো নিয়ে যথাযথ ধারণা চাষিদের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে সাহায্য করবে। ফলস্বরূপ বাজার অস্থিরতা, জলবায়ু পরিস্থিতি বা অর্থনৈতিক অনিশ্চয়তার মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে একটি স্থিতিশীল কৃষি ল্যান্ডস্কেপ গঠন সম্ভব হবে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে