পূবালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে পরিচালন মুনাফায় উলেস্নখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি গ্রাহকসেবার মান বৃদ্ধি, প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন এবং নিরাপদ ব্যাংকিংয়ে ইতিমধ্যে গ্রাহকদের মাঝে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে। উন্নয়নের ধারাবাহিকতায় গত বছর রেকর্ড ১ হাজার ৭৫৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের এই সম্মানজনক সমৃদ্ধিতে পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং তার টিমকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি'র উপদেষ্টাদ্বয় ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী ও শফিউল আলম খান চৌধুরী, সমিতির সদস্য প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, আহ্বায়ক ও প্রাক্তন মহাব্যবস্থাপক বি এম শহীদুল হক, প্রাক্তন মহাব্যবস্থাপকবৃন্দ এবং বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি