স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইউসেপ বাংলাদেশ ২০০০ সুবিধাবঞ্চিত নারী ও যুবকদের কর্মসংস্থানযোগ্য দক্ষতা এবং উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে ক্ষমতায়ন করবে। গত ১৮ জুন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায়, "ফিউচারমেকারস" প্রকল্পের আওতায় ইউসেপ বাংলাদেশ "গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম" আনুষ্ঠানিকভাবে গাজীপুরে ইউসেপ আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় গাজীপুর এলাকার সুবিধাবঞ্চিত যুব, মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষ, স্বনির্ভর ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এই কার্যক্রম তাদের কারিগরি দক্ষতা প্রশিক্ষণ, মধ্যস্তরের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসের এজাজ বিজয়, সিইও, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশসহ অন্যান্য বিশিষ্ট অতিথি। ইউসেপ বাংলাদেশের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদা ইস্পাহানী, ভাইস চেয়ারপারসন, ইউসেপ বোর্ড অব গভর্নরস ডক্টর ওবায়দুর রব, সাবেক চেয়ারপারসন, ইউসিইপি বোর্ড অব গভর্নরস। বিজ্ঞপ্তি