বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অক্টোবরে অপরিবর্তিত দক্ষিণ কোরিয়ার শিল্প উৎপাদন

যাযাদি ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

ম্যানুফ্যাকচারিং খাতে পতনের জেরে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সার্বিক শিল্প উৎপাদনে স্থবিরতা বিরাজ করছে। দেশটির পরিসংখ্যান দপ্তরের সোমবার প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর সিনহুয়া।

স্ট্যাটিস্টিকস কোরিয়া জানায়, কৃষি, বনায়ন ও মৎস্য খাত বাদে অক্টোবরে সার্বিক শিল্প খাতের মৌসুমভিত্তিক সমন্বিত উপাত্ত-পূর্ববর্তী মাসের তুলনায় অপরিবর্তিত ছিল।

নভেল করোনাভাইরাসের জেরে গত আগস্টে দেশটির শিল্প উৎপাদন সংকুচিত হয়েছিল শূন্য দশমিক ৮ শতাংশ। গত সেপ্টেম্বরে সেখানে ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়।

গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার মাইনিং ও ম্যানুফ্যাকচারিং খাত সংকুচিত হয়েছে ১ দশমিক ২ শতাংশ। ম্যানুফ্যাকচারিং খাত সংকুচিত হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। বিপরীতে সেবা খাতে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

খুচরা বিক্রি-পূর্ববর্তী মাসের চেয়ে কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। ব্যক্তিগত ভোগের প্রতিফলনকারী খাতটি গত তিন মাসের মধ্যে এই প্রথম সংকুচিত হলো।

ফ্যাসিলিটি ইনভেস্টমেন্ট মাসওয়ারি কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। গত সেপ্টেম্বরে তা ৭ দশমিক ৬ শতাংশ সম্প্রসারিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে