শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা পাঁচ মাস শিল্পোৎপাদন বেড়েছে জাপানের

যাযাদি ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

গত অক্টোবরে জাপানের শিল্পোৎপাদন পূর্ববর্তী মাসের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। মেশিনারি ও গাড়ি শিল্পে চাঙ্গা ভাবের ওপর দাঁড়িয়ে এই নিয়ে টানা পাঁচ মাস শিল্পোৎপাদন বাড়ল বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটির। সোমবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর কিয়োদো।

জাপানের শিল্প মন্ত্রণালয় জানায়, বেশ কয়েকটি খাত নভেল করোনাভাইরাস মহামারি-পূর্ব সময়ের মাত্রায় দাঁড়িয়েছে। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে শিল্পোৎপাদনে শ্লথগতির আশঙ্কা রয়েছে বলে মনে করছে তারা।

ইকোনমি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক উপাত্তে বলা হয়, সাধারণ মেশিনারি খাতে উৎপাদন বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। গাড়ি উৎপাদন বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। ইলেকট্রিক্যাল মেশিনারি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিকসের উৎপাদন বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। ঘরে বসে কাজ বৃদ্ধির কারণে কম্পিউটার বিক্রি বৃদ্ধির জেরে এ খাতে চাঙ্গা ভাব দেখা গেছে।

সাম্প্রতিক দিনগুলোয় জাপান ও প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোয় কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে শ্লথগতির সম্ভাবনাও মাথায় রাখছেন বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

ম্যানুফ্যাকচারিং খাতে পরিচালিত জরিপের ভিত্তিতে মন্ত্রণালয়টির প্রাক্কলন, নভেম্বরে জাপানের শিল্পোৎপাদন ২ দশমিক ৭ শতাংশ বাড়তে পারে। তবে ডিসেম্বরে তা ২ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে