বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে গমের রপ্তানি মূল্য কমল টনে ৪ ডলার

যাযাদি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০
ইউক্রেনে গমের রপ্তানি মূল্য কমল টনে ৪ ডলার

বাড়তি চাহিদার জের ধরে ইউক্রেনে গত মাসে গমের রপ্তানি মূল্য চাঙ্গা হতে শুরু করেছিল। এ ধারাবাহিকতায় কৃষিপণ্যটির রপ্তানি মূল্য বেড়ে দুই মৌসুমের সর্বোচ্চ উন্নীত হয়। তবে বাড়তি দামের কারণে আমদানিকারকরা ইউক্রেনের গম কেনা কমিয়ে দেওয়ায় ফের কমতে শুরু করেছে রপ্তানি মূল্য। এ ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে ইউক্রেনীয় গমের রপ্তানি মূল্য টনপ্রতি ৪ ডলার কমে গেছে। কৃষিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্মের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।

বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে ইউক্রেনে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে রপ্তানিযোগ্য সাড়ে ১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন বস্ন্যাক সি হুইট ২৪৯-২৫৪ ডলারের মধ্যে বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির রপ্তানি মূল্য বেড়েছে টনপ্রতি ৪ ডলার। একই সময়ে ইউক্রেনে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে রপ্তানিযোগ্য সাড়ে ১১ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন বস্নাক সি হুইট ২৪৭-২৫২ ডলারের মধ্যে বিক্রি হয়েছে। ইউক্রেন বিশ্বের সপ্তম শীর্ষ গম উৎপাদনকারী দেশ। কৃষিপণ্যটির রপ্তানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটির অবস্থান পঞ্চম। গত ১ জুলাই ইউক্রেনে গমের ২০২০-২১ বিপণন মৌসুম শুরু হয়েছে। চলবে পরের বছরের ৩০ জুন পর্যন্ত। এবারের মৌসুমে ইউক্রেন থেকে সব মিলিয়ে ১ কোটি ৭৫ লাখ টন গম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার। এদিকে সর্বশেষ সপ্তাহে ইউক্রেনে প্রতি টন ভুট্টা ২৩৯-২৪৩ ডলারের মধ্যে রপ্তানি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ১ ডলার বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে