শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডা. অশোক কুমার পাল পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত

নতুনধারা
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০
ডা. অশোক কুমার পাল

সম্প্রতি ২৪ নভেম্বর বাংলাদেশ সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে, কমিশনের বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অশোক কুমার পালকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) পদে চলতি দায়িত্বে নিয়োগ দান করেছেন। অধ্যাপক ডা. অশোক কুমার পাল, সাতক্ষীরা জেলার, তালা থানার, কানাইদিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির হাইস্কুল, খুলনা থেকে এস.এস.সি, এম এম সরকারি সিটি কলেজ, খুলনা থেকে এইচ.এস.সি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম বি বিএস ডিগ্রি লাভ করেন। তিনি ১ মার্চ, ১৯৯০ সালে মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন, খুলনা-এ যোগদান করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সনে নিউক্লিয়ার মেডিসিনের ওপর স্নাতোকোত্তর ডিপেস্নামা এবং যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, কোরিয়া, চীনসহ কয়েকটি দেশের উন্নত হাসপাতাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) ও অন্যান্য সংস্থা থেকে প্রাপ্ত ফেলোশিপের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দেশি ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ১০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চিকিৎসা সেবা ও গবেষণার পাশাপাশি চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কমিশনের সদস্য (জীববিজ্ঞান) পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি দীর্ঘদিন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, খুলনা এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন মেধাবী চিকিৎসক, গবেষক ও শিক্ষকতা পেশায় নিবেদিত ব্যক্তি। তিনি প্রশাসনিক দক্ষতার পাশাপাশি, চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে