শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২শ' কোটি টাকার বন্ড ছাড়বে বিডি ফাইন্যান্স

ম যাযাদি রিপোর্ট
  ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, তিন বছরের জন্য ছাড়া বন্ডটি ১০ লাখ টাকা করে প্রাইভেট পেস্নসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে।

প্রাইভেট পেস্নসমেন্টের মাধ্যমে ছাড়া বন্ডটির বৈশিষ্ট্য হবে-আনসিকিউরড, নন-কনভার্টেবল, সম্পূর্ণ অবসায়ন যোগ্য এবং জিরো কুপন বন্ড।

বন্ডটির কুপন হার হবে ৭-৭.৫ শতাংশ। এর ম্যান্ডেট লিড অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড। আর ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্সু্যরেন্স। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে কোম্পানিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে