শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে হংকংয়ের আমদানি-রপ্তানি বেড়েছে

যাযাদি ডেক্স
  ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

সেপ্টেম্বরে হংকংয়ের আমদানি-রপ্তানি দুটোই বেড়েছে। আর এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে চীনের অর্থনৈতিক উত্তরণ। হংকংয়ের ফাইন্যান্সিয়াল সেক্রেটারি পল চ্যান রোববার এ তথ্য জানিয়েছেন। খবর বস্নুমবার্গ।

গত মাসে হংকংয়ের রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ। আমদানি বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ। দুই ক্ষেত্রেই বড় অবদান রয়েছে চীনের। হংকংয়ের মোট বাণিজ্যের অর্ধেকই হয় দেশটির সঙ্গে।

আমদানি-রপ্তানি বাণিজ্যের এই চাঙ্গাভাবের কারণে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হংকংয়ের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উলেস্নখযোগ্য প্রবৃদ্ধি দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে, যেখানে আগের দুই প্রান্তিকেই জিডিপি সংকুচিত হয়েছিল। চলতি বছরের প্রথম ও দ্বিতীয় উভয় প্রান্তিকেই হংকংয়ের জিডিপি কমেছে ৯ শতাংশ হারে।

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় এখন পর্যন্ত বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে হংকং। ভোক্তাদের আস্থা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পল চ্যান জানান, আমদানি-রপ্তানির পাশাপাশি হংকংয়ের ভোক্তাব্যয়ও উত্তরণের পথে রয়েছে। নাগরিকরা এখন আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116859 and publish = 1 order by id desc limit 3' at line 1