শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিবাসীদের পাশে দাঁড়ানোয় প্রাইমএক্সচেঞ্জের দুই গ্রাহককে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান

নতুনধারা
  ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

করোনাভাইরাস দুর্যোগের সময় অভিবাসী শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার জন্য প্রাইমএক্সচেঞ্জকো. পিটিই লি. এর দুইজন গ্রাহককে বিশেষ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে সিঙ্গাপুর সরকার। কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সচেতনতা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে একটি শিপইয়ার্ডের সেফটি কো-অর্ডিনেটর ওমর ফারুক শিপন অর্জন করেছেন 'পিপল অফ গুড'পুরস্কার। বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের কবির হোসেন 'পিপলস অফ গুড ু স্পেশাল কমেন্ডেশন'(বিশেষ এ্যাওয়ার্ড) অর্জন করেছেন। তিনি প্রবাসী কর্মীদের খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদানের উদ্দেশ্যে তহবিল সংগ্রহের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করেন। সিঙ্গাপুরের মহামান্য রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকুব মহামারি কোভিড-১৯ এর সময় অভিবাসী শ্রমিকদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ওমর ফারুক শিপন ও কবির হোসেনকে রাষ্ট্রপতির স্বেচ্ছাসেবক ও দানশীলতা পুরস্কার (চৎবংরফবহঃ'ং ঠড়ষঁহঃববৎরংস ্‌ চযরষধহঃযৎড়ঢ়ু অধিৎফং) প্রদান করেন। তাঁরা দীর্ঘদিন যাবৎ প্রাইম এক্সচেঞ্জের রেমিট্যান্স গ্রাহক। রাষ্ট্রপতির স্বেচ্ছাসেবক ও দানশীলতা পুরস্কার (পিভিপিএ) হলো ব্যক্তি, সংস্থা ও সমাজের নেতৃত্বস্থানীয়দের স্বীকৃতি দেওয়ার জন্য সর্বোচ্চ পুরস্কার। এটি একটি পস্নাটফর্ম যা মানবতার সেবায় নিয়োজিতদের স্বীকৃতি প্রদান করে। সিঙ্গাপুর সরকারের এই বার্ষিক পুরস্কারটি স্বেচ্ছাসেবক ও দানশীলতার ক্ষেত্রে রাষ্ট্রপতির প্রদানকৃত সর্বোচ্চ সম্মান। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116648 and publish = 1 order by id desc limit 3' at line 1