আগ্রহ হারানোর শীর্ষে বাংলাদেশ ফাইন্যান্স

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষস্থান দখল করেছে আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমেটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়েই দাম কমেছে। অবশ্য এ দাম কমার আগে প্রায় আড়াই মাস ধরে কোম্পানিটির শেয়ারের দাম টানা বাড়ে। টানা দাম বাড়ার পর গত সপ্তাহে পতনের মধ্যে পড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছে। এতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৬০ কোটি ৯১ লাখ ১১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১২ কোটি ১৮ লাখ ২২ হাজার টাকা। অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৬ দশমিক ৭৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ২৮ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহে দাম কমলেও তার আগে প্রায় আড়াই মাস কোম্পানিটির শেয়ার দাম টানা বাড়ে। গত ৩০ জুলাই কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৭ টাকা ৯০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ার দাম ২৮ টাকা ৬০ পয়সায় উঠে। অর্থাৎ আড়াই মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম ২০ টাকা ৭০ পয়সা বা ২৬২ শতাংশ বেড়ে যায়।