logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১১ কার্তিক ১৪২৭

  যাযাদি ডেস্ক   ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

রাশিয়ায় এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ২২%

রাশিয়ায় এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ২২%
প্রতিকূল আবহাওয়ার কারণে শুধু দক্ষিণ এশিয়ায় পেঁয়াজের বাজারে টালমাটাল অবস্থা তৈরি হয়নি, বরং একই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে রাশিয়াও। এক সপ্তাহে দেশটিতে পেঁয়াজের দাম ২২ শতাংশ বেড়েছে। এর পেছনে ভারি বৃষ্টিপাতের জের ধরে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়াকে চিহ্নিত করেছেন খাতসংশ্লিষ্টরা। খবর ফ্রেস পস্নাজাডটকম।

সর্বশেষ সপ্তাহে রাশিয়ার বাজারে রপ্তানিযোগ্য ভালো মানের প্রতি কেজি পেঁয়াজ ৯-১৪ রুবলের (রুশ মুদ্রা) মধ্যে বা ১২-১৯ সেন্টে বেচাকেনা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত ২২ শতাংশ বেশি।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষিপ্রধান এলাকাগুলোয় ভারি বৃষ্টি হয়েছে। এতে এসব এলাকায় পেঁয়াজের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে। অনেক পেঁয়াজ ক্ষেতে নষ্ট হয়েছে। কৃষকরা সময়মতো পেঁয়াজ সংগ্রহ করতে পারেননি। এ পরিস্থিতি দেশটির বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।

তবে আগের বছরের একই সময়ের তুলনায় গত সপ্তাহে রাশিয়ার বাজারে পেঁয়াজের দাম ১০ শতাংশ কম ছিল বলে জানান খাতসংশ্লিষ্টরা। সরবরাহ বাড়লে আগামী দিনগুলোয় পেঁয়াজের দাম বর্তমানের তুলনায় কমে আসতে পারে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে