logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ৬ আশ্বিন ১৪২৭

  যাযাদি ডেস্ক   ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

আগস্টে চীনের খুচরা বিক্রি বেড়েছে

আগস্টে চীনের খুচরা বিক্রি বেড়েছে
নভেল করোনাভাইরাস মহামারি শুরুর পর এই প্রথম খুচরা বিক্রি বাড়ল চীনের। অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির লক্ষ্যে সরকার গৃহীত পরিকল্পনা কার্যকরে ভোক্তাব্যয় বৃদ্ধিতে এ প্রভাব পড়েছে বলে মঙ্গলবার প্রকাশিত উপাত্তে উঠে এসেছে। খবর এএফপি।

কভিড-১৯ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ভোক্তাব্যয়ে শ্লথগতি বিরাজ করছিল। কারণ বৈশ্বিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে ক্রেতারা কেনাকাটায় খুবই হিসেবি ছিল।

বস্নমবার্গ পরিচালিত জরিপে দেখা গেছে, গত আগস্টে চীনের খুচরা ব্যয় শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। পূর্ববর্তী মাসের ১ দশমিক ১ শতাংশ পতনের তুলনায় এটা বেশ ইতিবাচক উপাত্ত। উলেস্নখ্য, জানুয়ারি ও ফেব্রম্নয়ারিতে চীনের খুচরা ব্যয় সংকুচিত হয়েছিল ২০ দশমিক ৫ শতাংশ।

ভোক্তাব্যয় বৃদ্ধিতে শপিং উৎসব ও ভাউচার প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বেইজিং। চীনের প্রধান বাণিজ্য অংশীদারগুলো কোভিড-১৯ নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটির রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে অভ্যন্তরীণ বাজার চাঙ্গা করার চেষ্টা করছে দেশটি।

খুচরা খাত থেকে দ্রম্নত আরোগ্য লাভ করা শিল্প উৎপাদনও গত মাসে বেড়েছে। গত বছরের একই মাসের তুলনায় চীনের শিল্প উৎপাদন বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে বেশি। জুলাইয়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ৮ শতাংশ। চীনের আরেকটি উদ্বেগের বিষয় শহুরে বেকারত্ব আগস্টে কমে ৫ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে