রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

আদমজী ইপিজেডে বিনিয়োগ করবে প্রাণ-আরএফএল

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
আদমজী ইপিজেডে বিনিয়োগ করবে প্রাণ-আরএফএল
আদমজী ইপিজেডে বিনিয়োগ করবে প্রাণ-আরএফএল

প্রাণ-আরএফএল গ্রম্নপের সহযোগী সংস্থা মেসার্স বঙ্গ পস্নাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ১৮.০৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং খেলনা তৈরির একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে। দেশীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি বার্ষিক ৮৫০ মেট্রিক টন পিপিই যেমন- সার্জিকাল ফেস মাস্ক, ফেস মাস্ক-কেএন ৯৫ ও এন ৯৫, সার্জিকাল হ্যান্ড গস্নাভস, সু কাভার, মপ ক্যাপ, মেডিকেল গাউন, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি উৎপাদন করবে। এছাড়া প্রতিষ্ঠানটি ৪,৮৫৭ মেট্রিক টন খেলনা বা টয় যেমন- বেবি টয়েজ, রাইডার টয়েজ, স্স্নিপার টয়েজ, স্পোর্টস টয়েজ, এডুকেশনাল টয়েজ, বিল্ডিং টয়েজ, অ্যালফাবেট টয়েজ, সফট অ্যান্ড হার্ড এনিমেল টয়েজ ইত্যাদি উৎপাদন করবে। কারখানাটিতে ১৯০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স বঙ্গ পস্নাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড-এর মধ্যে এ লক্ষ্যে গতকাল বেপজা কমপেস্নক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজা'র সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং বঙ্গ পস্নাস্টিক-এর চেয়ারম্যান রথেন্দ্র নাথ পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং প্রাণ-আরএফএল গ্রম্নপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে